ভোমরায় জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোমরা ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোমরা ইউনিয়ন শাখার আমির আনোয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাওলানা হাবিবুর রহমান।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্ম পরিষদ সদস্য ও উপজেলা আমীরমাওলানা মোশাররফ হোসেন, ডাঃ শফিকুর রহমান,সদর উপজেলা জামায়াতের মিডিয়া সেক্রেটারী শাহাজাহান আলী মিঠুন, ভোমরা জামায়াতের সেক্রেটারী মাওলানা রুকনুজ্জামান, জনপ্রিয় টিক টকার হাবিব প্রমুখ ।
এসময় বক্তরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ মেনে চললেই সমাজে শান্তি ও ন্যায়ের পথ সুগম হবে।


