সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি সভার আয়োজন করেছেন শার্শা উপজেলা বিএনপি।

যশোরের শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্য‍্যলয়ে সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ‍্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাজি আনিসুর রহমান মুকুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু সহ উপজেলা বিএনপির অংগ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এদেশে বসবাসরত সকল শ্রেণির মানুষ সকলে ভাই, ভাই এবং বাংলাদেশের নাগরিক আগামী দিনেও সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

বেনাপোল প্রতিনিধি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *