আমরা একে অপরের মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির সমাজ গড়তে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন,আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে মিলেমিশে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধই আমাদের শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সার্বিক খোঁজখবর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হয়না তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডবে কেনো পাহারা দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে সকল ধর্মের লোকজন সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে। এবং শতভাগ সামপ্রদায়িক সম্প্রীতি বাজায় থাকবে, ইতি মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদের পাশে দাড়িয়ে জামায়াত তার প্রমাণ রেখেছে।
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক বন্ধনকে আরও মজবুত করে। আমরা চাই সব ধর্মের মানুষ নিরাপদে, শান্তিতে এবং আনন্দঘন পরিবেশে পূজা-উৎসব পালন করুক।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনা মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য ডা. আফতাব উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী , প্রফেসর আয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরার ইউপির সাবেক চেয়ারম্যান আয়ুব আলী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আলতাপ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী,
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অজিৎ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষ, মেম্বর শংকর কুমার দাশ, শিক্ষক পঞ্চানন কুমার ঘোষ, অমল কুমার মল্লিক, হারান কুমার পাল, বিষ্ণু সাধু, মেম্বর মহাদেব ঘোষ, উত্তম কুমার ঘোষ, কৃষ্ণ পদ ঘোষ, মেম্বর তপন কুমার ঘোষ, মেম্বর শিবপদ সরকার, আশুতোষ ঘোষ, সরোজিৎ সরকার, মাষ্টার পরেশ চন্দ্র দত্ত বক্তব্য রাখেন।
এসময় তালা উপজেলা প্রায় সকল পূজা মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন,
জামায়াতের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খোঁজখবর নেওয়া এবং সম্প্রীতি সভার আয়োজন করায় আমরা আনন্দিত। এটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।


