কলারোয়ায় ছাত্রশিবিরের নির্বাচনী ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কলারোয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে “নির্বাচনী ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়া উপজেলার একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা অফিস সম্পাদক নাহিদ ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কলারোয়া উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর শাখার সভাপতি মুস্তাকিন হোসেন, পশ্চিম শাখার সভাপতি আবু বাক্কার, কলারোয়া পূর্ব থানা সভাপতি আবু বকর, সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ।
সভায় বক্তারা বলেন, শিক্ষিত, আদর্শবান ও চরিত্রবান নেতৃত্বের মাধ্যমেই সমাজে ন্যায় ও নৈতিকতার শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


