কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবনেতার মৃত্যু: জামায়াতের শোক

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আল-মামুন (৩০) পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পর্শে পড়ে যান। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তার শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় যুবনেতা জাবিদ হাসান জানান, বালিয়াডাঙ্গা বাজারে আল মামুনের একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। তিনি নিজেই লেদ মিস্ত্রী। নিহতের পরিবারে ৫ বছর বয়সী একটি ছেলে, স্ত্রী ও মা- বাবা রয়েছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যুবনেতা আল মামুনের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল,কলারোয়া উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান ও সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে নেতৃবৃন্দ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *