শার্শায় চালককে দোকানে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে দু’যাত্রী চম্পট

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে কৌশলে বৃদ্ধ চালককে দোকানে মালামাল কিনতে পাঠিয়ে চার্জার ভ্যান নিয়ে উধাও হয়েছে দুই প্রতারক যাত্রী।

শনিবার(৪ অক্টোবর) সকাল ১০ দিকে বাজারের ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী(৭০) ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে। এসময় অসহায় ওই চালকের আহাজারিতে বাজরের মানুষ স্পদ্ধ হয়ে যায়। অনেকে তার আহাজারির ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। কমেন্টকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অসহায় চালকের ভ্যানটি উদ্ধার করার দাবী জানান।

ভ্যান চালক ইদ্রিস আলী জানান, তিনি গরীব মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ভ্যান নিয়ে বাগআঁচড়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে থামতে বলে দুই জন ভ্যানে যাত্রী হয়ে উঠে বাগআঁচড়া বাজারে আসে। বাজারের পুরাতন ফুলতলার ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে তাদের মধ্যে একজন তাকে একটি স্লিপ ও ২০০ টাকা দিয়ে ভিতরে একটি দোকান থেকে স্লিপের মালগুলো কিনে আনতে পাঠায় । পরে দোকান থেকে ফিরে এসে তিনি দেখে তার ভ্যান ও সঙ্গে যাওয়া ওই যাত্রীর কেউ নেই। এসময় তিনি ভ্যানটি হারিয়েছেন বুঝতে পেরে দিশাহারা হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে আহাজারি করতে থাকে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। এ সময় তিনি অফিসার পাঠিয়ে ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করে ওই প্রতারকদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *