জলাবদ্ধতা নিরসনে কাজ করা শ্রমিকদের পুরস্কৃত করলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার
যে মানুষগুলো বিগত তিন মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙ্গা খাটুনির মাধ্যমে কলারোয়া পৌরসভার ড্রেনসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করে পৌরসভাকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পুরস্কৃত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম।মঙ্গলবার(৭ অক্টোবর) তিনি নিজ অফিসে ডেকে নিয়ে তাদের পরিবারের পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং তাঁদেরকে উৎসাহ প্রদান করার পাশাপাশি শুভেচ্ছা উপহার প্রদান করেন।


