পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা জামায়াত আমীরের কালিগঞ্জে গণসংযোগ
সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযথ প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ ০৫ দফার দাবীতে কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ০৭ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগের নেতৃত্ব দেন
জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা আনোয়ারুল ইসলাম, ড.মিজানুর রহমান প্রমুখ।


