যুব নেতা আল মামুন এর কবর জেয়ারত করলেন কলারোয়া যুব জামায়াতের নেতৃবৃন্দ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণকারী কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আল মামুনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ
মঙ্গলবার(৭ অক্টোবর) বাদ আসর কলারোয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুল এর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতারা অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি শরিফুজ্জামান মিঠু।কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব শাবুর আলি, সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমাদ, যুব সেক্রেটারি আসাদুজ্জামান, বাইতুল মাল মকবুল হোসেন সহ আরো অনেক ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মরহুম আল মামুন গত
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট নিহত হন তিনি।
