সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তাঁর স্ত্রী-ছেলের ৫৬টি ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদন মঞ্জুর করে বুধবার (৮ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ফ্রিজ আদেশ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার স্ত্রী ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে ছেলে জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আ ফ ম রুহুল হক তার নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামের ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা এ হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক। অতএব, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ ফ্রিজকরণের (অবরুদ্ধ) আদেশ দানের জন্য প্রার্থনা করছি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *