সাতক্ষীরায় “বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ডায়েরী বিতরণ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সাতক্ষীরা জেলা উত্তর জোনের উদ্যোগে “বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ২০২৫-২৬ সেশনের ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের এইচ এস প্লাজা (সাবেক চায়না বাংলা) ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন’র সাতক্ষীরা জেলা উত্তর জোনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফসসিরিন সাতক্ষীরার
সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী ও সহ-সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরদ সাতক্ষীরার সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী ও ওলামা বিভাগ সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সবুর,মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, মাওলানা ওসমান গনি , রুহুল আমিন, সভাপতি, শাখা, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ মেনে চললেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।


