কলারোয়ার দেয়াড়া গ্রামের বড় রাস্তাটি আজও অবহেলিত,এলাকাবাসীর চরম দুর্ভোগ

কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের একমাত্র প্রধান রাস্তা (বড় রাস্তা) হিসেবে পরিচিত এই রাস্তাটি ব্রিটিশ আমল থেকে চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তায় আজো কোন উন্নয়নের ছোয়া লাগিনি। উপজেলার কাজীর হাট থেকে দেয়াড়া কাশিয়াডাঙ্গা খেয়া ঘাট পর্যন্ত একমাত্র প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে যশোর জেলার কেশব পুর উপজেলায় এবং মহা কবি মাইকেল মধুসুদন দত্তের বাড়ী যাতায়াতের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে এবং ইজিবাইক ভ্যান সহ বিভিন্ন গাড়ী যাতায়াত করে। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচলা করা অত্যান্ত কষ্ট দায়ক কোন প্রকার গাড়ী নিয়ে যাতায়াত করা যায় না। হঠাৎ কোন মানুষ অসুস্থ হলে তাদের দুঃখের শেষ থাকে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে কোলে করে আনা ছাড়া কোন উপায় থাকে না কারণ কোন যানবাহন যেতে পারে না। এই রাস্তাটি গুরুত্বপুর্ণ হওয়া সত্তে¦ও কোন উন্নয়নের ছোয়া লাগিািন আজো। এলেকাবাসির প্রাণের দাবি রাস্তাটি জনগুরুত্বপর্ণ এ পাকাকরন করে এলেকার জনসাধারনে যাতাযাতের ব্যবস্থা করিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
