পারুলিয়ায় কালী পূজা উদযাপনে প্রস্তুতি সভা
দেবহাটা উপজেলার পারুলিয়ার শশ্মান কালী মাতা মন্দিরে কালী পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় পারুলিয়া শশ্মান কালী মাতা মন্দির কমপ্লেক্সে বাৎসরিক কালী পূজা উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালী মাতা মন্দির কমিটির সভাপতি গনেশ কুমার দাস। মন্দির কমিটির সহ- সভাপতি বৈদ্যনাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কালী মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপদ ভুঁইয়া, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, কোষাধ্যক্ষ এস কে ওভি, মন্দির কমিটির সহ- সভাপতি ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল মন্ডল, শংকর মন্ডল, সাংগঠনিক সম্পাদক সমীর মন্ডল, ক্যাশিয়ার অশোক কুমার মন্ডল, সদস্য শংকর স্বর্ণকার, অরবিন্দু সরকার, মধুসূদন মাস্টার, দীপু সরকার, রাজ কুমার মন্ডল প্রমুখ ।
উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ রা কার্তিক, ২০ অক্টোবর সোমবার বাৎসরিক কালী মাতা পুজা অনুষ্ঠিত হবে এবং পুজা উপলক্ষে চার দিন ব্যাপী ধর্মীয় আলোচনা সভা, পদাবলী কীর্তন, ধর্মীয় গান, ধর্মীয় যাত্রা অনুষ্ঠিত হবে। মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে পূজার নিমন্ত্রণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।


