কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভায় -সাবেক এমপি হাবিব

কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কলারোয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায়ে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের পাশে থেকে সেবা করার আহবান জানান। সেই সাথে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কর্মকাণ্ড সম্প্রসারিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে বিএনপির পতাকা তলে সমবেত হোন। প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, যুবকরাই আগামীদিনের ভবিষ্যত তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এই যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, এম এ রব শাহিন, মীর রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহ সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সাতক্ষীরা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ ও ইমতিয়াজ আহমেদ, কলারোয়া পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান মিল্টন, মেহেদী হাসান রাজু, আবু জাফর, রুহুল আমিন খোকন, আলমগীর কবির, সোহেল রানা, যুবদল নেতা মামুন কবির, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, আজগর আলী, মো. আব্দুল্লাহ এস এম আশিক, আব্দুস সাত্তার, মফিজুল ইসলাম রানা, মোকলেছুর রহমান, হাবিবুর রহমান রনি, শফিকুর রহমান শফিক, হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ২৮ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
