শার্শায় ওয়ারেন্ট ভুক্ত দুর্ধর্ষ মাদক কারবারি জাহান গ্রেফতার

যশোরের শার্শায় ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) রাতে শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। সে ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, জাহান আলী একটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামী। তাকে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময়’ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম জাহান আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। তার নামে একধীক মাদক মামলা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহান আলী একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে ভয়ানক মাদক “ইয়াবা ট্যাবলেট” কিনে এনে পাইকারি এবং খুচরা বিক্রয় করে। যে কারণে পশ্চিম কোটা, ধান্যতারা, পূর্বকোটা, শিংগা, রাড়িপুকুর, শংকরপুর, কিসমত ইশপুর, ইলিশপুর, বাগুড়ীসহ অত্র এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ও যুবসমাজ মরণব্যাধি মাদক সেবনে জড়িয়ে পড়েছে। এতে করে ঐসব এলাকায় যুবসমাজ ব্যাপক হারে ধ্বংস হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, জাহান আলীর নামে একটি মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে’ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *