কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর সাথে শিক্ষক–কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০ টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, স্বাধীনতার পরে যারা এদেশকে শাসন করেছে তারা শিক্ষা ব্যবস্থাকে তেমন কোনো গুরুত্ব দেয়নি,এদেশেকে উন্নত দেশের তালিকায় আনতে হলে এ জাতিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আর এ দায়িত্ব আমাদের সকলের নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম সহ সহকারী শিক্ষকবৃন্দ ও কুমিরা ইউনিয়নের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *