সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্বের বিকল্প নেই-মুহাদ্দিস রবিউল বাশার
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর)সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সহকারি-সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও কুশুলিয়া ইউনিয়ন
জামায়াতের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল গাফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি রবিউল বাশার বলেন,
“সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সৎ নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠাই।


