কলারোয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কলারোয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫

শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ১০.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল ও ইবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় ৩১০০ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি জানান, “আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।”

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে বলেন, “এমন ইতিবাচক আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এই ধরণের আয়োজন প্রতি বছর হোক।”

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা সবার।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *