আব্দুর রউফের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির ৩৩ নেতার আবেদন
সাতক্ষীরা-২ আসনে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার তৃণমূল বিএনপির ৩৩ নেতা।
৬ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে এ আবেদন করেন। আবেদনের অনুলিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে বলা হয়, বিএনপির মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে একাধিকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি। এছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণের অভিযোগে তিনি দেশব্যাপী সমালোচিত হন। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামা বিক্ষোভ সমাবেশ করে তার গ্রেফতারের দাবি জানান।
আবেদনে আরও বলা হয়, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাস জমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক তাকে প্রকাশ্যে ‘বাটপার’ বলে মন্তব্য করেছিলেন, যার ভিডিও ভাইরাল হয়। এমন একজন বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেলে জনগণ থেকে তিনি বিচ্ছিন্ন হবেন বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।
আবেদনের বিষয়ে আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘদিন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমরা তাকে সুখে-দুখে পেয়েছি। আমরা তার মনোনয়ন প্রত্যাশা করি।’
উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ নভেম্বর সোমবার দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তার পরপরই রাত ১০টার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে ঘণ্টা দুয়েকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করা হয়।


