জামায়াত ক্ষমতায় আসলে শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা হবে- অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

বৃস্পতিবার(১৩ নভেম্বর)সন্ধ্যায় সাতক্ষীরার তালায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে সাতক্ষীরার তালা কলারোয়া সংসদীয় আসনের জামায়াত মোনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ একথা বলেন, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন শাহা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে ইউপি সদস্য শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশশনের তালা উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক খান আক্তার হোসেন, সাবেক শিবির নেতা কাছেদ আলী, ইউপি সদস্য খসরু ইসলাম, বাউখোলা জামে মসজিদের ইমাম রায়হান ইসলাম, তালা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইসলামকাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আব্দুল হাকিম সহ আরও অনেকে। প্রধান অতিথি আরও বলেন আমাদের দেশের শ্রমজীবি মানুষেরা বরাবরই অবহেলিত, বিভিন্ন সময় তারা চাঁদাবাজদের অত্যাচরে অতিষ্ট, আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের অধিকার প্রতিষ্ঠা সহ চাঁদাবাজের কবর রচনা করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *