পাটকেলঘাটায় ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা আদর্শ থানা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা বলফিল্ড সংলগ্ন স্থানীয় নিজস্ব জামায়াত অফিসে ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোঃ মুজাহিদ শেখ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ ওমর ফারুক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী
তালা উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী
সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক হাফেজ শাহ আলম
ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক মেধাবী ছাত্রনেতা নাহিদ হাসান
বক্তারা বলেন, “ছাত্রশিবিরই আগামী নতুন বাংলাদেশের কর্ণধার। দেশপ্রেম, শৃঙ্খলা ও মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশকে সংকটমুক্ত করতে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সমাবেশে ছাত্রদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়নমূলক দিকনির্দেশনা।


