সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করলেন যুগ্ম সচিব মোস্তাক আহমেদ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই স্মৃতি স্তম্বের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলা মুস্তাফিজুর রহমান, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল্লাহ মনা প্রমুখ। উদ্বোধন শেষে জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্মৃতিস্তম্ভটির উচ্চতা ১৮ ফুট ও প্রস্থ ৬ ফুট। রাজপথে উচ্চারিত প্রেরণাদায়ী শ্লোগানসমূহ স্তম্ভটিতে খোদাই করে রাখা হয়েছে। স্মৃতিস্তম্ভটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা গণতান্ত্রিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের বিপুল অংশগ্রহণের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠেছিলো। সেই স্মৃতিকে অম্লান রাখতেই উক্ত স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *