মানবিক ইউএনও কে কলারোয়া উপজেলা জামায়াতের বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ২.০০টার দিকে জামায়াতে পক্ষ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলের তোড়া প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইমামুল হক, জামায়াত নেতা জিএম সালাহ উদ্দিন আব্দুর রকিব প্রমুখ।

সংবর্ধনা প্রদানকালে উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান ইউএনও জহুরুল ইসলামের প্রশাসনিক দক্ষতা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি কলারোয়াকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন।

উল্লেখ্য, যোগদানের পর থেকেই ইউএনও জহুরুল ইসলাম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। অবৈধ ইটভাটা, ডাম্পার ও দখলবাজদের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি প্রশংসিত হন। পাশাপাশি গণশুনানি, অসহায়দের সহায়তা, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নসহ প্রতিটি খাতে রেখেছেন কার্যকর ভূমিকা।
চলতি বছরের শুরুতে রাজনৈতিক সংঘর্ষের সময় তাঁর দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়, যা তাঁকে সাধারণ মানুষের কাছে এক মানবিক ও নির্ভীক প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংবর্ধনা শেষে ইউএনও জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কলারোয়ার মানুষের ভালোবাসা ও আপনাদের সহযোগিতা আমার দায়িত্ব পালনে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। আমি যেখানেই থাকি, এই অঞ্চলের মানুষের প্রতি আমার মমতা ও দায়িত্ববোধ একই থাকবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *