২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে লাল-সবুজের রঙ। শক্তিশালী হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতায় শেষ হয়েছে। নেপালের বিপক্ষে জেতা ম্যাচ হয়েছে ড্র। হতাশার ওই বৃত্ত ভেঙে আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে এলো ১-০ গোলের জয়।


