“হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের সংখ্যালঘু নন; জন্মসূত্রে আমরা সবাই এ দেশের নাগরিক”—অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,
“ধর্ম–বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। কোনও সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে দেখার মানসিকতা আমাদের নেই।”
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মাজলুম জননেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাও. আজিজুর রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


