৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক সায়েদুর রহমান মৃধা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) প্রবীর রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা আব্দুস সামাদ, শিশু পরিবার কর্মকর্তা আয়েশা খাতুন,ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইউনুস আলী , সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুইট খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

এ সময় দুইজন প্রতিবন্ধী শিশুকে ২টা হুইল চেয়ার, দুইজনকে ২ টা ওয়াকার এবং দুইজনকে ২টা স্মার্ট সাদাসড়ি বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *