কলারোয়ায় জামায়াতের মাঠপর্যায়ের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে স্থানীয় জামায়াত। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলারোয়া আলহাজ্ব আছির উদ্দীন শায়েদা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
নির্বাচন সচিব ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল নির্বাচন পরিচালক মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ও নির্বাচন পরিচালক ডা. মাহমুদুল হক, তালা উপজেলার সাবেক আমীর ডা. আফতাব উদ্দিন, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যাপক শাজাহান কবির, মাওলানা রুহুল কুদ্দুসসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, “জুলাই বিপ্লবের পর মানুষ জামায়াতে ইসলামীকে যেভাবে ভালোবাসায় সাড়া দিয়েছেন, তা আল্লাহর বিশেষ অনুগ্রহ। বিজয় খুব নিকটে ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে জামায়াতের সালাম পৌঁছে দিন। মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, তারা ভোট দিতে আগ্রহী।”
তারা দায়িত্বশীলদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী কাজ সম্পাদনের আহ্বান জানান।


