শার্শায় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ও বর্ণাঢ্য র‍্যালী

যশোরের শার্শায় যথযোগ‍্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি পৃথক, পৃথক ভাবে মহান বিজয় দিবস ও বর্ণ‍ঢ‍্য র‍্যালীর আয়োজন করে।

মঙ্গলবার (১৬ই) ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। উপজেলা বিএনপি পৃথক পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করে, উপজেলার নাভারন ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত, আলোচনা স ভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,, সহ- সভাপতি আহমেদ আলী শাহিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

অপরদিকে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বেনাপোল বাজারে আলোচনা সভায় আয়োজন করে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুব দলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায় ক শরিফুল ইসলাম খান চয়ন, পৌর ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, শ্রমিক দলের শহীদ আলী সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *