কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কামারালী মাদরাসার সুপার মাওলানা ওসমান গনী, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বদরুর রহমান, বখতিয়ার খলজি, আব্দুস সালাম, উয়ায়েস আলী সিদ্দিক বাবর, বিমল বাবু, আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের জন্য পৃথক উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *