জেল, মামলা আর সংগ্রাম—ইজ্জতউল্লাহ সাহেবের অবিচল পথচলার ইতিহাস
২০১১ থেকে ২০২১ সাল—এই দীর্ঘ এক দশকে ইজ্জতউল্লাহ সাহেবকে ৫ দফা কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক বাস্তবতায় তাঁকে জড়ানো হয় মোট ৪৫টি মামলায়। এই সময়ের মধ্যে তিনি দেশের বিভিন্ন ৭টি কারাগারে বন্দিজীবন কাটান।
তিনি অবস্থান করেন পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, ফরিদপুর জেলা কারাগার, সাতক্ষীরা জেলা কারাগার, কাশিমপুর-২ ও কাশিমপুর-৪ নং কেন্দ্রীয় কারাগার এবং যশোর কেন্দ্রীয় কারাগারে।
নানা প্রতিকূলতা ও কারাজীবনের কঠোরতার মধ্যেও ইজ্জতউল্লাহ সাহেব আদর্শ ও বিশ্বাসে অটল থেকেছেন। কারাবরণ তাঁর রাজনৈতিক দৃঢ়তাকে ভাঙতে পারেনি; বরং তাঁকে করেছে আরও প্রত্যয়ী।


