তারেক রহমানের সবংর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের ঢাকার উদ্দেশ্যে যাত্রা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার খবরে উৎফুল্ল হয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে

বুধবার ২৪ ডিসেম্বর বিকালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. মোঃ আকবর আলীর ও সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন এর নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন এ্যাড. শেখ আব্দুস সাত্তার, এ্যাড. অসীম কুমার মন্ডল, এ্যাড. আলমগীর আরশাফ, এ্যাড. আবু সাঈদ রাজা, এ্যাড. মো.আলতাফ হোসেন,এ্যাড. শাহরিয়ার হাসীব, এ্যাড. এস এম সোহরাব হোসনে বাবলু, এ্যাড. আশাফউদদৌলা সাগর,
এ্যাড. সুনীল কুমার, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. তারিক ইকবাল অপু,এ্যাড. জি এম ফিরোজ আহমদ, এ্যাড. মিজানুর রহমান বাপ্পি, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. ওয়ালিউল্যাহ, এ্যাড. জি এম মিজানুর রহমান বাবলু,এ্যাড. এবাদুল হক, এ্যাড. সালাউদ্দিন আহমেদ, এ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন , দীর্ঘদিন প্রবাসে থাকার পর আগামীকাল (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ারে ভাসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবংর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *