বাঁকড়ায় ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

যশোরের বাঁকড়া এলাকায় আন্তর্জাতিক মানসম্পন্ন প্রথম আরবি, বাংলা ও ইংরেজি মিডিয়াম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ শে ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ও বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন,একটি আদর্শ জাতি গঠনে প্রয়োজন এমন শিক্ষা ব্যবস্থা, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের সমন্বয় থাকবে। ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি সেই লক্ষ্য বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সূচনা হয় হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ জোহর আলীর সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর ইশাল কালচারাল একাডেমির শিল্পী বুশরা খাতুন পরিবেশন করেন হৃদয়স্পর্শী নাশিদ, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উপাধ্যক্ষ মাওলানা আল-আমিন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা রেজাউল ইসলাম। 

সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মাজেদ, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহাদুল ইসলাম, ক্লিনিক ব্যবসায়ী নজরুল ইসলামসহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ।এছাড়াও যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলেন।

উল্লেখ্য, ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি যশোরের বাঁকড়ায় প্রথম আরবি, বাংলা ও ইংরেজি মিডিয়াম সমন্বিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে শিক্ষাঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশটি ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক স্মরণীয় আয়োজন, যেখানে আধুনিক ও আদর্শভিত্তিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *