সাতক্ষীরায় জামায়াতের মিডিয়া–প্রচার বিভাগের দায়িত্বশীল সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মুন্সিপাড়া আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গণি। এছাড়াও কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, আসন পরিচালকসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,
“জুলাই অভ্যুত্থানের পর জাতি ভেবেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ—দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।”
তিনি আরও বলেন,
“আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে এসে ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের সংগ্রামে এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজ ও মিডিয়াকে আরও দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও সাহসী ভূমিকা পালন করতে হবে।”
সভায় বক্তারা মিডিয়া ও প্রচার কার্যক্রমকে সময়োপযোগী, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে মিডিয়া বিভাগের কৌশলগত ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


