শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি

শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাতক্ষীরা খুলনা রোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজাদী মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আক্তারুল ইসলাম আক্তারসহ রাজ্জাক, ইব্রাহিম প্রমুখ।

বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে নৃশংস ও নির্মম আখ্যা দিয়ে দীর্ঘদিন বিচার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে জানান, শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে অটল থাকবেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *