কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানে এবতেদায়ী ও দাখিল স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মো. আনিসুর রহমান এবং সোনারবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা প্রভাষক মুঃ আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া নিউজের প্রকাশক মো. আরিফ মাহমুদ, সাংবাদিক মোতূর্জা হাসান, মো. তাজউদ্দীন আহমদ রিপন, বর্ণমালা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান আসাদসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেণি শিক্ষকগণ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খান মো. মীজানুল ইসলাম সেলিম বলেন, “মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার সময় এখনই। তাই সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে মো. আনিসুর রহমান বলেন, “জমি-বাড়িতে বিনিয়োগ না করে সন্তানের শিক্ষায় বিনিয়োগ করুন। একটি সন্তান যদি প্রকৃত অর্থে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে, তাহলে তার ইতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মেও প্রতিফলিত হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।”

অনুষ্ঠানের একপর্যায়ে কলারোয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ, কলারোয়া প্রতিদিন, দৈনিক নতুন সূর্য ও এস এম নিউজের সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *