জামায়াত-এনসিপি জোটের ঘোষণা আসতে পারে আজ : যা বললেন আখতার হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে জোটের ঘোষণা আসতে পারে আজ। ভোটের মাঠে এ নিয়ে এখন চলছে জোরালো আলোচনা। এর মাঝেই সংস্কার, ভবিষ্যৎ রাজনীতি ও জোট নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো।

সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।
সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *