সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের মতবিনিময়:আমন্ত্রণের বাইরে অধিকাংশ সাংবাদিক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপজেলার অধিকাংশ সাংবাদিকের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ এই সভায় সাংবাদিকদের একটি বড় অংশকে আমন্ত্রণ জানানো হয়নি।
রবিবার (২৮ডিসেম্বর) বিকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। তবে সভায় সীমিতসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি থাকলেও মূলধারার প্রিন্টি ও ইলেকট্রনিক্স বহু কর্মরত সাংবাদিকদের অবহিত করা হয়নি। তা তারা জানেই না।
সাংবাদিকদের একাংশের মতে, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। এ সংক্রান্ত যেকোনো প্রশাসনিক সভায় সকল গণমাধ্যমের অংশগ্রহণ নিশ্চিত করা হলে তথ্যের স্বচ্ছতা ও নিরপেক্ষ সংবাদ প্রচার আরও কার্যকর হতো। অধিকাংশ সাংবাদিককে অবহিত না করায় বিষয়টি দুঃখজনক এবং প্রশ্নের জন্ম দিয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে সচেতন মহলের অভিমত, ভবিষ্যতে নির্বাচন সংশ্লিষ্ট সকল সভা ও কর্মসূচিতে উপজেলার সব সাংবাদিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এতে করে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ছিল। আগামী মাসে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে বৃহৎ পরিসরে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে, যেখানে সকল সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে।”


