পরিবর্তনের প্রত্যয়ে সাতক্ষীরা-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (আজ) সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেবুন নাহারের কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবও তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন,
“দেশের মানুষ আজ ক্লান্ত ও হতাশ। তারা রাজনীতিতে প্রকৃত পরিবর্তন, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক নেতৃত্ব দেখতে চায়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। তালা-কলারোয়ার মানুষ ও এই জনপদের উন্নয়নের জন্য আজীবন কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৮৯ জন, নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে এই বিপুল ভোটারের সমর্থন নিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত মনোনীত এই প্রার্থী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


