সাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা মুজিবের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা মুজিবের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ নেতা সরদার মুজিব। ২৯ ডিসেম্বর জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষ থেকে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সরদার মুজিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

সোমবার রাতে আওয়ামীলীগ নেতা সরদার মুজিব জানান, আমার পক্ষে আজ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তবে তার প্রস্তাবক লুৎফুলকে কলারোয়া থানা পুলিশ আটক করেছে। তিনি অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজন জমা দিয়েছেন। অন্য কেউ জমা দেওয়ার কারনে বুঝতে পারেনি কে জমা দিয়েছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *