জকসু নির্বাচন আজ, ভোট শুরু সকাল ৯টায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮ বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ সকালে ভোট শুরুর আগে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হবে। ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৩টায় শেষ হবে। ডিজিটাল ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এরিয়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ছাড়াও গোয়েন্দা সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। বিশ্ববিদ্যালয়ের সামনের ভিক্টোরিয়া পার্কে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে সোমবার বেলা সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়। এ ছাড়া পরিবহন পুলের আওতায় চলমান সব বাস যথাস্থান থেকে ১৫ মিনিট পূর্বে রওনা হবে বলে জানানো হয়। জকসু নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষককে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, নিরাপত্তা নিয়ে আমরা কোনো আশঙ্কা দেখছি না। সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে। ক্যাম্পাসের আশপাশে স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। তা ছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, আমাদের নির্বাচনসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাজে শিক্ষক- কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া আছে। আশা করি, সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নিরাপত্তার বিষয়াদি নিয়ে মন্ত্রণালয় থেকে আমার কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। সার্বিকভাবে জকসু নির্বাচন নিয়ে আমি আশাবাদী, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী একেএম রাকিব বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) আমাদের কাক্সিক্ষত নির্বাচন- যার জন্য অনেক আগে থেকেই আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। শিক্ষার্থীদের সঙ্গে বিগত দিনেও ছিলাম আগামীতেও থাকব। আশা করছি উৎসবমুখর পরিবেশে একটি ভালো নির্বাচন হবে।

ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রচারে অংশগ্রহণ করছে। বাংলাদেশের অন্য ক্যাম্পাসগুলোতে মেধাবী শিক্ষার্থীরা যেভাবে শিবিরের ওপর আস্থা রেখেছে জকসুতেও একইভাবে আস্থা রাখবে বলে আমরা আশাবাদী।

ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপিপ্রার্থী কিশোর সাম্য বলেন, নির্বাচন কমিশন স্রেফ নামমাত্র কমিশন। এই কমিশন একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনার সুরাহা করতে পারেনি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা জুলুমের বিরুদ্ধে ভোট দিন।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় আরও দেখা যায়Ñ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে- সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *