বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান
বাংলাদেশ সরকারের ৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শহরের বাস টার্মিনাল শ্রমিক দলের কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাইদ ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, সহ-সভাপতি ইব্রাহিম খলিল টুটুল,জামাত আলী , যুগ্ন সাধারন সম্পাদক শেখ মামুনুর রশিদ,পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা , সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম,জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম , জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান,ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন,সেক্রেটারি ইব্রাহিম গাজী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী।


