কেঁড়াগাছীতে জামায়াত যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আল মামুন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’।
সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী এ টুর্নামেন্ট ইউনিয়ন ক্রীড়া বিভাগের তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
তরুণ সমাজের মধ্যে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনী দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়। ওয়ার্ডভিত্তিক নকআউট টুর্নামেন্টের ফাইনালে ৫নং ওয়ার্ড দল ১নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টটি যুব বিভাগ কেঁড়াগাছী ইউনিয়নের সাবেক সভাপতি আল মামুনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয় এবং জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখাই ছিল অন্যতম লক্ষ্য।
জামায়াতে ইসলামী মনে করে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।


