বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না:জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় সংগঠনের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, প্রশাসনের কিছু কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছেন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
বৈঠকে আরও বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। দেড় হাজার শহীদ এবং ত্রিশ হাজারেরও বেশি আহত ও পঙ্গুত্ববরণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে না পড়ে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।


