যুব দায়িত্বশীলদের নিয়ে কলারোয়ায় ইয়ুথ লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত
ওয়ার্ডভিত্তিক যুব দায়িত্বশীলদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইয়ুথ লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সেক্রেটারি এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে এ কর্মসূচি আজ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামছুল আলম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের তালা উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি মোস্তাকিম হোসেন, পশ্চিম থানা সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপজেলা যুব বিভাগের সহসভাপতি আসাদুজ্জামান রোমেল, সহকারী সেক্রেটারি মফিজুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার প্রমুখ।
কর্মসূচিতে কলারোয়া উপজেলার ১১৭টি ওয়ার্ডের যুব কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা সংগঠিত নেতৃত্ব গড়ে তোলা, আদর্শিক চেতনা জাগ্রত করা এবং সামাজিক দায়িত্ব পালনে যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


