সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের প্রতিবাদে কলারোয়ায় সড়ক অবরোধ: প্রশাসনের আশ্বাস
সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজছাত্রী সুরাইয়া নিহতের ঘটনায় দোষীদের বিচার ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী।
ঘটনার প্রতিবাদে ‘কলারোয়ার সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১) কলারোয়া উপজেলায় সকল অবৈধ মাটি উত্তোলন বন্ধ করা,
২) মেইন সড়কে ট্রলি সহ ফিটনেস ও লাইসেন্সবিহীন সকল যানবাহনের চলাচল বন্ধ করা এবং
৩) কলারোয়া সরকারি হাসপাতালে সকল চিকিৎসা সেবার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
তবে এসব দাবির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে কলারোয়া সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবু নাহার এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন। তাঁরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


