সাতক্ষীরায় বিএনপি-জামায়াতসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
যাচাই-বাছাই শেষে চারটি আসনে বিএনপি ও জামায়াতের মোট ছয়জন প্রার্থীসহ সর্বমোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র পরীক্ষা করে কোনো ধরনের অনিয়ম বা গুরুতর ত্রুটি না পাওয়ায় এসব মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রার্থী, তাদের প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


