কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
কলারোয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ যোহর কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কার ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, শওকত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা রওশন আলী গাজী, আব্দুল মজিদ, এম এ রব শাহিন, সিদ্দিক মেম্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল কাফি। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।


