কলারোয়ায় পৌর জামায়াতের কার্যালয় উদ্বোধন

‘সকল ষড়যন্ত্র রুখে জনগণের কল্যাণে কাজ করবে জামায়াত’ — অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার মুরারীকাটি বাজারে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইমামুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। কিন্তু কোনো বাধা, হামলা কিংবা জুলুম-নির্যাতন এই কাফেলাকে থামাতে পারেনি। মামলা-হামলার শিকার হয়েও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কখনো মাঠ ছেড়ে যায়নি।”

তিনি আরও বলেন,
“বর্তমানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাধারণ মানুষের ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় পাহারার দায়িত্ব পালন করছে। জনগণের জান-মালের নিরাপত্তা এবং মানুষের কল্যাণে আমাদের ত্যাগ ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এ. কে. এম. কুরবান আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *