সাতক্ষীরায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ৩২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ২০,৯৭২ প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলায় একযোগে ৩২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে
আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি)। এ পরীক্ষায় জেলায় মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৮০ জন পরীক্ষার্থী (রোল ৫৯১০১০১–৫৯১০৫৮০) অংশ নেবেন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থী ১ হাজার ১০০ জন (রোল ৫৯১০৫৮১–৫৯১১৬৮০)। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ৭৫০ জন (রোল ৫৯১১৬৮১–৫৯১২৪৩০) এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯০০ জন (রোল ৫৯১২৪৩১–৫৯১৩৩৩০) পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এছাড়া সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ৩৩৮ জন, দ্য পোল-স্টার পৌর হাই স্কুলে ৫৫০ জন, পিএন বয়েজ ল্যাবরেটরি স্কুলে ৩০০ জন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন এবং সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে ৪০০ জন করে এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে ৬০০ জন এবং নবজীবন ইনস্টিটিউটে ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬৫০ জন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৭৫০ জন, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুলে ৪৫০ জন এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী সংখ্যা ৮১০ জন।
সাতক্ষীরা সরকারি কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ভবনে ৯০০ জন করে, এবং কলা ভবনে সর্বাধিক ১ হাজার ১৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০ জন, সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ও কলা ভবনে ৮০০ জন করে পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।
এছাড়া সীমান্ত আদর্শ কলেজে ৬২৬ জন, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ জন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ জন, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮০০ জন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ৬৪০ জন এবং মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
সাতক্ষীরা সিটি কলেজের প্রশাসনিক ভবনে ৭৫০ জন এবং বিজ্ঞান ভবনে ৭৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কড়া নজরদারি থাকবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”


