যুবলীগ নেতাকে জামায়াত নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান, বরিশালে তুমুল চাঞ্চল্য

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে জামায়াতে ইসলামীর নেতা পরিচয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করানো নিয়ে বরিশালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যোগদানকারী শহিদুল হক তালুকদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

সম্প্রতি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা–কাজিরহাট) আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে শহিদুল হক তালুকদারকে “আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা” আখ্যা দিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের ঘোষণা দেওয়া হলে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সর্বশেষ কমিটি অনুমোদন হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে দ্বিতীয় নম্বর সিরিয়ালেই রয়েছে শহিদুল হক তালুকদারের নাম। এমন একজন আলোচিত যুবলীগ নেতাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের শিরোনামে ফেসবুক পোস্ট দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়,
“বরিশাল-৪ আসনের হাতপাখা প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহিদুল ইসলাম তালুকদার।”
এ ঘটনায় এলাকাবাসী বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না। আলিমাবাদ ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, শহিদুল তালুকদার দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য পংকজ নাথের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন,
“শহিদুল তালুকদারের বিষয়ে আমাদের সন্দেহ থাকায় উপজেলা শাখা থেকে এখনো তার যোগদান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। তিনি আলিমাবাদ ইউনিয়নের ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে যোগদান করেছেন।”
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য বিরাজ করছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *